ব্রেইল আল-কোরআন এবং ইসলামিক বই মুদ্রণ

ভিউ ফাউন্ডেশন ২০১২ সাল থেকে ব্রেইল আল-কোরআনুল কারীম বাংলা অর্থসহ  মুদ্রণ করে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করে আসছে। পরবর্তীতে দৃষ্টি প্রতিবন্ধী হাফেজ এবং হাফেজিয়া মাদ্রাসার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের চাহিদার কথা বিবেচনা করে আরবী ব্রেইল আল-কোরআনুল কারীম মুদ্রণ শুরু করা হয়। ভিউ ফাউন্ডেশনের কম্পিউটারাইজড ব্রেইল প্রিন্টিং ইউনিট রয়েছে, যেখানে ৩টি আধুনিক ব্রেইল প্রিন্টার রয়েছে। এখানে কওমি মাদ্রাসার ব্রেইল বই মুদ্রণ করা হয়। আরবী-বাংলা ব্রেইল ডিকশনারী মুদ্রণের কাজ চলছে। বুখারী শরীফ হাদিস আরবী ও বাংলা অর্থসহ মুদ্রণের কাজ চলমান। অন্যান্য প্রদান হাদিস গ্রন্থগুলো ব্রেইল মুদ্রণের পরিকল্পনা রয়েছে। কওমী মাদ্রাসার সিলেবাসের বই দাওরা শরীফ পর্যন্ত ব্রেইল মুদ্রণের পরিকল্পনা রয়েছে।