Braille Quran

আসসালামু আলাইকুম,

ভিউ ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র বেসরকারি এবং অলাভজনক সংস্থা যারা দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য ব্রেইল আল কুরআনুল কারীম মুদ্রণ ও বিতরণ করে থাকে। হাফেজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল আল কুরআনুল কারীম প্রয়োজন হয়। কিন্তু, অধিকাংশ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী দরিদ্র হওয়ায় তাদের পক্ষে অর্থ ব্যয় করে ক্রয় করা সম্ভব হয় না।

হাদিয়া:

১ সেট (১০ খন্ড) ব্রেইল আল কুরআনুল কারীম আরবী- ৫০০০ টাকা এবং ১ সেট (৩০ খন্ড) ব্রেইল আল কুরআনুল কারীম আরবী ও বাংলা অর্থসহ – ১০০০০ টাকা।

কোন সহৃদয় ব্যক্তি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের ব্রেইল আল কুরআনুল কারীম দান করতে আগ্রহী হলে আমাদের সাথে অনুগ্রহ করে যোগাযোগ করতে পারেন।

মোবাইল: +8801701790621, +8801917002289

ওয়েবসাইট: viewfoundationbd.org