Digital Talking Library- ডিজিটাল টকিং লাইব্রেরী

VIEW Foundation launched an online digital talking library for the the visually impaired persons free of charge for the first time in Bangladesh. This library contains text books of schools and colleges and other kinds of books. The visually impaired students may able to collect those from any part of home and abroad. The link is: www.talkingbookbangla.com

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, এনসিটিবি ২০১২ সালে নতুন পাঠ্যক্রম অনুযায়ী শিক্ষার্থীদের মধ্যে পাঠ্যপুস্তক বিতরণ করে। সেসময় এনসিটিবি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল বই মুদ্রণ ও বিতরণ করতো না। অল্প কয়েকটি প্রতিষ্ঠান সীমিত সংখ্যক ব্রেইল পাঠ্যপুস্তক মুদ্রণ করতো। কিন্তু পাঠ্যক্রম পরিবর্তন হওয়ায় সকল ব্রেইল বইয়ের কম্পিউটার কপি বাতিল হয়ে যায়।

এ প্রেক্ষাপটে, ভিউ ফাউন্ডেশন ৬ষ্ঠ শ্রেণি থেকে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পাঠ্যপুস্তক অডিও রেকর্ড করে সারাদেশের দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে এম.পি.থ্রি প্লেয়ারসহ বিতরণের পদক্ষেপ নেয়। দেশের যেকোন প্রান্ত থেকে যেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা অডিও বইগুলো পেতে পারে, সে লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মত একটি অনলাইনভিত্তিক ডিজিটাল টকিং লাইব্রেরী তৈরি করে অডিও রেকর্ডকৃত বইগুলো আপলোড করা হয়। যা দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা নিয়মিত ব্যবহার করে থাকে। এই লাইব্রেরীতে আল-কোরআন, আল-হাদিসহ কিছু ইসলামিক বইয়ের অডিও ভার্সণ আপলোড করা আছে।

টকিং লাইব্রেরী: www.talkingbookbangla.com