Accessible Doc Reader-অ্যাক্সেসেবল ডক রিডার

 দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিদের পক্ষে নিজে কোন বাংলা টেক্সট বই বা ডকুমেন্ট পড়া সম্ভব হয় না, এমনকি স্ক্যান করেও পড়া যায় না। উচ্চ মাধ্যমিক শ্রেণির এবং বিশ্ববিদ্যালয়ের কোন বই ব্রেইল করা হয় না। ইউনিকোড টেক্সট বই বা ডকুমেন্ট মোবাইল ফোন ব্যবহার করে যেন পড়া যায় সেজন্য ভিউ ফাউন্ডেশন একটি মোবাইল অ্যাপলিকেশন ২০১৮ সালে তৈরি করে। এই অ্যাপটি ব্যবহার করে দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিরা মোবাইলে বাংলা অথবা ইংরেজী ইউনিকোড টেক্সট বই বা ডকুমেন্ট পড়তে পারে।

 

ভিউ ফাউন্ডেশন অ্যাপটিতে পড়ার উপযোগী করে উচ্চ মাধ্যমিক শ্রেণি অধিকাংশ ইউনিকোড বই তৈরি করেছে। পাশাপাশি চাকুরীর পরিক্ষার প্রস্তুতি সংক্রান্ত কিছু বই তৈরি করা হয়েছে। সকল ইউনিকোড বই ডিজিটাল টকিং লাইব্রেরীতে আপলোড করা আছে, যেন দৃষ্টি প্রতিবন্ধীরা সহজে ডাউনলোড করতে পারে।

ADR