Audio Bangla Hadis Website & YouTube- অডিও বাংলা হাদিস ওয়েবসাইট এবং ইউটিউব 

ভিউ ফাউন্ডেশন কর্তৃক রেকর্ডকৃত বুখারী শরীফ এবং তিরমীজি শরীফের হাদিসসমূহ দৃষ্টি প্রতিবন্ধীদের কাছে সহজে পৌছানোর জন্য ভিউ ফাউন্ডেশন একটি ওয়েবসাইট পরিচালনা করে আসছে। ওয়েবসাইটে হাদিসসমূহ আপলোড করা আছে, যেন দৃষ্টি প্রতিবন্ধী ব্যক্তিগণ দেশের যেকোন জায়গা থেকে ডাউনলোড করে হাদিসগুলো শুনতে পারে। পাশাপাশি সাধারণ ব্যক্তিদের কাছে রেকর্ডকৃত হাদিসসমূহ পৌছানোর লক্ষ্যে ভিউ ফাউন্ডেশন একটি ইউটিউব চ্যানেল নিয়মিত পরিচালনা করে আসছে।