Audio Hadith Recording- অডিও হাদিস রেকর্ডিং

VIEW Foundation has been making the audio version of Bukhari Sharif and Tirmiji Sharif. Meanwhile recording of Tirmiji Sharif (Complete kitab in 6 parts) has been completed. Recording of part 1 to 10 of Bukhari Sharif has been completed and recording of parts 5 is ongoing. The Kitabs are available in Website: www.hadisbangla.org

বাংলাদেশের দৃষ্টি প্রতিবন্ধীদের হাদিস জানার জন্য কোন ব্রেইল বা অডিও বাংলা হাদিস গ্রন্থ ছিল না। এ প্রেক্ষাপটে, ভিউ ফাউন্ডেশন ২০১৩ সালে নিজস্ব রেকর্ডিং স্টুডিও স্থাপন করে সহীহ বুখারী শরীফ এবং তিরমীজি শরীফ হাদিস গ্রন্থসমূহের বাংলা অনুবাদ রেকর্ডিং শুরু করা হয়। দেশের ২ জন খ্যাতনামা আলেমের কণ্ঠে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক অনুবাদকৃত বুখারী শরীফ এবং তিরমীজি শরীফের হাদিসসমূহ রেকর্ডিং সম্পন্ন করা হয় (বুখারী শরীফের ৫ম খন্ডের রেকর্ডিং আংশিক বাকী রয়েছে)। রেকর্ডিং করা হাদিসগুলো দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়। পাশাপাশি হাদিসগুলো ডাউনলোডের জন্য www.hadisbangla.org ওয়েবসাইটে দেয়া আছে।